হোম > ছাপা সংস্করণ

করোনার চতুর্থ ডোজ টিকা নিতে মানুষের আগ্রহ কম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় করোনাভাইরাস প্রতিরোধে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে ২০ ডিসেম্বর। চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হলেও টিকা নিতে মানুষের আগ্রহ কম দেখা গেছে। জেলায় প্রতিদিন গড়ে ১২০ জনের মতো মানুষ করোনার চতুর্থ ডোজ টিকা গ্রহণ করছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, প্রচার কম থাকায় ও টিকা নেওয়ার বিষয়ে কিছু বাধ্যবাধকতা থাকায় চতুর্থ ডোজ টিকা নিতে মানুষের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৯ ডিসেম্বর বেলা পৌনে তিনটা পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩০৫ জন করোনার চতুর্থ ডোজ টিকা নিয়েছেন। এর মধ্যে ৮৪৪ জন পুরুষ ও ৪৬১ জন নারী এই টিকা নিয়েছেন। করোনা টিকার চতুর্থ ডোজ সম্মুখসারির যোদ্ধা যেমন চিকিৎসক, নার্স, সাংবাদিকেরা নিতে পারবেন।

এ ছাড়া ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা পাবেন। তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, যাঁরা ইতিমধ্যে তৃতীয় ডোজ নিয়েছেন, তাঁদের এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে। চতুর্থ ডোজ টিকা ‘সুরক্ষা’ নিবন্ধন অ্যাপে যুক্ত করা হয়নি। তাই কেউ এই টিকা নিতে নিবন্ধন করতে পারছেন না। এ ছাড়া এই টিকা কার্যক্রমের কোনো ম্যাসেজ মোবাইলেও পাঠানো হয়নি।ফলে প্রচার না থাকায় মানুষ কম টিকা নিচ্ছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ঘুরে গত বুধবার দেখা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষে টিকা দিচ্ছেন জ্যেষ্ঠ স্টাফ নার্স আঁখি বেগম ও অনিতা রানী সাহা। তাঁরা জানান, উদ্বোধনের প্রথম দিন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা এই টিকা নিয়েছেন। চতুর্থ ডোজের পাশাপাশি অনেকে এখনো করোনার দ্বিতীয়, তৃতীয় ডোজও নিচ্ছেন। দুই-একজন এখনো প্রথম ডোজ নিচ্ছেন। যেহেতু এই টিকা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার সুযোগ নেই, তাই যাঁরা তৃতীয় ডোজ নিয়েছেন সেই নিবন্ধন কাগজ দেখে সেখানে স্বাক্ষর করে তাঁদের দেওয়া হচ্ছে। প্রচার ও টিকার ক্ষেত্রে বাধ্যবাধকতার কিছু বিষয় থাকায় মানুষ এই টিকা কম নিচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) একরামুল হক বলেন, করোনার টিকার চতুর্থ ডোজের প্রচার কম থাকায় এবং কিছু বাধ্যবাধকতার কারণে কম মানুষ এই টিকা নিতে পারছে।

ডেপুটি সিভিল সার্জন অভিজিৎ লোহ বলেন, প্রতিদিনের তথ্য জেলার ১০টি কেন্দ্র থেকে প্রতিদিনই আসে বড় চার্ট আকারে। তবে প্রতিদিন আলাদা করে হিসাব করা হয়নি। এটা করা সময়সাপেক্ষ ব্যাপার।

অভিজিৎ লোহ আরও বলেন, এ পর্যন্ত জেলায় প্রথম ডোজ নিয়েছেন ২১ লাখ ৭১ হাজার, দ্বিতীয় ডোজ ১৭ লাখ ৫৮ হাজার ও তৃতীয় ডোজ ৮ লাখ ৮৩ হাজার মানুষ।

জেলা সিভিল সার্জন মো. সেলিম মিঞা বলেন, ‘প্রচার কম ও টিকা প্রাপ্তির ক্ষেত্রে কিছু শর্তাবলি-এই দুটি কারণে করোনার চতুর্থ ডোজ মানুষ কম নিচ্ছে।  জানুয়ারিতে শর্ত শিথিল হলে তখন টিকা নেওয়ার লোকের সংখ্যা বাড়বে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন