Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তিতাসের গ্যাসেই বিস্ফোরণ ভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিতাসের গ্যাসেই বিস্ফোরণ ভবনে

তিতাসের লাইনের লিকেজের গ্যাস থেকেই রাজধানীর সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। 

বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের করা চার সদস্যের কমিটির প্রধান তাজুল। তিনি বলেছেন, ‘ভবনটিতে একসময় কুইন্স ক্যাফে নামের একটি খাবারের দোকান ছিল। সেটির চুলার জন্য তীব্র চাপের গ্যাস সংযোগ ছিল। ক্যাফেটি না থাকলেও সেটির লাইন সেখানে ছিল। সেপটিক ট্যাঙ্কের পাশেই সেই লাইন ছিল। সেই লাইন বন্ধ করা হলেও কোনো ছোট ছিদ্র থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।’

তাজুল আরও বলেন, ‘তিতাসের গ্যাস লাইন বহু পুরোনো। ভবনটির নিচে কোথাও সংযোগ না থাকলেও ওপরে আবাসিক ফ্ল্যাটের জন্য সংযোগ নেওয়া হয়েছে ভবনের নিচ দিয়ে। সেই সংযোগ লাইনে লিকেজ থেকে গ্যাস বের হয়ে বেসমেন্টের নিচে থাকা সেপটিক ট্যাঙ্কে জমছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে।’
তবে তিতাসের পরিচালক (অপারেসন্স) ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, ‘আমরা তিতাসের গ্যাসের কোনো আলামত পাইনি। ভবনটির নিচে আমাদের কোনো সংযোগ ছিল না।’

ভবনের ২ মালিক ও দোকানমালিক পুলিশি রিমান্ডে রাজধানীর সিদ্দিকবাজারের কুইন্স স্যানিটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভবনের দুই মালিক ও দোকানমালিককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ