যশোরের চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আট ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব এই অভিযান চালিয়েছেন।
এ সময় জেলা কনজুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সদস্য আব্দুর রকিব সরদার এবং অফিস সহকারী অনিমেষ বিশ্বাস তাঁর সঙ্গে ছিলেন।
অভিযানে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখার অপরাধে শহরের মোস্তফা স্টোরের স্বত্বাধিকারী কাজী বাবুলকে দুই হাজার, জনতা ফার্মেসির আব্দুল লতিফকে তিন হাজার, আদি ঘোষ ডেয়ারির বাদল কুমার ঘোষকে তিন হাজার, দিসার স্টোরের জাহাঙ্গীর আলমকে চার হাজার, আজিজ স্টোরের রাফসান হোসেনকে চার হাজার, সুমন স্টোরের সুমন হোসেনকে এক হাজার, মা মাধব স্টোরের সাধন রায়কে এক হাজার এবং কোমল স্টোরের স্বত্বাধিকারী কোমল কুমার রায়কে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, ‘ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’