ক্রীড়া ডেস্ক
আর্লিং হালান্ডের জন্য আজকের রাতটা অতীত ও বর্তমানের মিলন অধ্যায়। একদিকে তাঁর নতুন বন্ধুরা। অন্যদিকে অনেক দিনের চেনা মুখগুলো। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে দুই বছরের সম্পর্ক ছেড়ে নরওয়েজীয় স্ট্রাইকার এখন ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। কিন্তু আজ তাঁকে ‘বন্দুক দাগাতে’ হবে পুরোনো সতীর্থদের দিকে।
চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ডর্টমুন্ডকে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আতিথেয়তা দেবে সিটিজেনরা। কিন্তু সাবেক ক্লাবকে করুণা দেখানোর কোনো সুযোগ নেই দুর্দান্ত ফর্মে থাকা হালান্ডের। শুধু ২২ বছর বয়সী তারকা নন, এমন অম্লমধুর পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হবে ম্যানুয়েল আকাঞ্জিকেও। সুইস ডিফেন্ডারও এই মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে এসেছেন সিটিতে।
কেবল কি হালান্ড-আকেঞ্জি—সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে একটু স্মৃতিকাতর কি হবেন
না গুন্দোয়ানও?