হোম > ছাপা সংস্করণ

সাভার ও মাদারীপুরে ডাকঘরের সিন্দুকসহ ১৫ লাখ টাকা লুট

আজকের পত্রিকা ডেস্ক

নিরাপত্তার জন্য থানার ভেতরে রাখা সিন্দুকসহ সাভার ডাকঘরের প্রায় ১২ লাখ টাকা লুট হয়ে গেছে। এ ছাড়া ডাকঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ডাকঘরের লেনদেন বন্ধ হয়ে যায়। ৫ আগস্ট এই হামলা হয় বলে গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের কাছে এসব তথ্য দিয়েছেন সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা।

অপরদিকে মাদারীপুর সদর উপজেলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কুপিয়ে তাঁর লাইসেন্স করা অস্ত্র লুট হয় কক্সবাজারের চকরিয়ায়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

সাভার উপজেলা পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, ‘নিরাপত্তার জন্য সাভার থানার ভেতরে আমাদের একটি লোহার সিন্দুক ছিল। প্রতিদিন লেনদেন শেষে উদ্বৃত্ত টাকা ওই সিন্দুকে রাখা হতো। যার চাবি থাকত আমাদের কাছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৫ আগস্ট সাভার থানায় লুটপাটের সময় টাকাসহ আমাদের সিন্দুকটিও লুট হয়ে যায়। ওই দিন তারা ডাকঘরে ঢুকেও ভাঙচুরের পর লুটপাট করে।’

শামীমা সুলতানা বলেন, ‘গ্রাহকদের আমানতের টাকাসহ পারিবারিক সঞ্চয়পত্রের টাকা, পেনশন সঞ্চয়পত্রের টাকা, অবসরকালীন ভাতা ও মানি অর্ডারের টাকা পরিশোধের জন্য ১ আগস্ট সোনালী ব্যাংক সাভার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর পর থেকে প্রতিদিন লেনদেন শেষে উদ্বৃত্ত টাকা ডাকঘরসংলগ্ন থানার ভেতরে থাকা সিন্দুকে রাখা হতো। সর্বশেষ ৪ আগস্ট লেনদেন শেষে ওই সিন্দুকে ১১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রাখা হয়। এ ছাড়া সিন্দুকে একটি ইএমটিএস মোবাইল (মানি অর্ডারের তথ্য আদান-প্রদান করার জন্য) ও টাচ মোবাইল (স্ক্যান করার জন্য) ছিল। ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা হামলা করে থানার অন্য মালামালের সঙ্গে টাকাসহ ওই সিন্দুক ও মোবাইল ফোন দুটি লুট করে নিয়ে যায়। এ ছাড়া আমাদের ডাকঘরে ভাঙচুরের পর দুটি ল্যাপটপ এবং ওজন মাপার যন্ত্র নিয়ে যায় তারা।’

শামীমা সুলতানা বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর আমাদের ডাকঘর খুললেও কার্যক্রম স্বাভাবিক হয়নি। সব ধরনের লেনদেন বন্ধ রয়েছে।’

অপরদিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের তালতলা এলাকায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আরিবা ট্রেডার্সে হামলা চালিয়ে ভাঙচুর করে টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে দুধখালী ইউনিয়নের তালতলা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে দুর্বৃত্তরা এ হামলা চালায়। 

এ সময় দরজা-জানালা, চেয়ার-টেবিল, ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যাংকে থাকা ৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়। এজেন্ট ব্যাংক ভাঙচুর ও টাকা লুট করার ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। 

আরিবা ট্রেডার্সের এজেন্ট ব্যাংক পরিচালনাকারী সায়েমা আক্তার বলেন, ‘আমার ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজিমকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত ও মারধর করেছে দুর্বৃত্তরা। তিনি ওই ইউনিয়নের টানা চারবারের ইউপি চেয়ারম্যান। এ সময় দুর্বৃত্তরা একটি লাইসেন্স করা শটগান, গুলি ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। গতকাল আজিমুল হক তাঁর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

আজিমুল হক আজিম বলেন, ‘সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চকরিয়া পৌর শহরের স্টেশনপাড়ার বাসায় ৬-১০ জনের একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে অতর্কিতভাবে আমার মাথার পেছনে ছুরিকাঘাত করে। এরপর আমাকে মারধর করে লাইসেন্স করা একটি শটগান, ৯৩টি গুলি ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন