
ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে হকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে। আহমেদ তাওকীরের রচনা ও অনন্য ইমনের পরিচালনায় ‘খবরের ফেরিওয়ালা’ নামের নাটকটিতে সাফার সঙ্গে আরও অভিনয় করছেন ইয়াশ রোহান। এতে ইয়াশ অভিনয় করছেন ক্রাইম রিপোর্টার হিসেবে। গল্পে দেখা যাবে, ঘটনাক্রমে ক্রাইম রিপোর্টার ও হকারের মধ্যে বিভিন্ন ঘটনায় সখ্য গড়ে ওঠে। তাদের পরিচয় ও কথোপকথনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাফার হকার রূপের ছবিটি।









