হোম > ছাপা সংস্করণ

যুগপৎ আন্দোলনের প্রস্তুতি বামপন্থীদের

সাখাওয়াত ফাহাদ, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই তা বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে মাঠে নামছে দেশের দুই বড় দলের প্রভাবমুক্ত আরও কয়েকটি বামপন্থী দল। বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার এরই মধ্যে বৈঠকও হয়েছে। বৈঠকে উভয় জোটের নেতারা ভোটাধিকার, গণতন্ত্র, জনজীবনের সংকট দূর করতে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় জানান। দেশব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছেন তাঁরা। এই দুই জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে নামতে পারে বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ ও জাতীয় মুক্তি কাউন্সিলও। সংশ্লিষ্ট দলগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিপিবি-বাসদ নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট, সাতটি বামপন্থী দলের ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, ঐক্য ন্যাপ ও বাংলাদেশ জাসদ নির্বাচনের আগেই যুগপৎ আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে সময় কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি এই দলগুলো। এই অবস্থায় নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতার কারণ, ভবিষ্যৎ আন্দোলনের ধরন ও গতিপ্রকৃতি মূল্যায়নে সংশ্লিষ্ট দলগুলোর নেতারা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বাম ও নীতিনিষ্ঠ গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

এ প্রসঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে সরকার দেশকে একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার ফাঁদে ফেলে দিয়েছে।’

জানা গেছে, নির্বাচনের পর একাধিকবার বৈঠক করেছে সংশ্লিষ্ট বাম দলগুলো। বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার মধ্যে বৈঠক হয় গত ২৪ জানুয়ারি। এই দলগুলোর কেন্দ্রীয় নেতারা ফেব্রুয়ারি মাসজুড়ে দেশব্যাপী সফর করবেন। মতবিনিময়, সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় সংগঠনগুলোকে মাঠে নামানোই এই সফরের মূল উদ্দেশ্য। সিপিবি ২ ও ৩ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে পুনরায় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

রুহিন হোসেন প্রিন্স বলেন, যে ব্যবস্থায় ১ শতাংশ মানুষ ভোট দিলে ওই ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বৈধ বলা হয়, সেই ব্যবস্থার পরিবর্তন ছাড়া ভালো নির্বাচন এবং যোগ্যতম নির্বাচিত জনপ্রতিনিধি আশা করা যায় না। তাই পুরো নির্বাচনব্যবস্থা সংস্কার ছাড়া নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে না।

বাংলাদেশ জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া। তিনি বলেন, সরকারকে পুনরায় নির্বাচনের আয়োজন করতে হবে। এই দাবিতে তাঁর দল আন্দোলনে নামবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘১০ ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় সভা আছে। সেখানে সিদ্ধান্ত হবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন