Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কুল চাষে চমক শিক্ষকের

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

কুল চাষে চমক শিক্ষকের

উচ্চতায় তিন-চার ফুট একেকটি গাছ। ডালে থোকায় থোকায় ধরে আছে বরই। পরিপক্ব বরই দেখতে লাল আপেলের মতো। স্বাদে মিষ্টি। রাঙামাটির জুরাছড়ি সদরের মিতিংগাছড়ি গ্রামে রাস্তার পাশে এই বরইয়ের বাগান।

এলাকায় প্রথমবারের মতো কাশ্মিরি বল সুন্দরী ও আপেল কুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন সুবলং খাগড়াছড়ি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রীয়তম চাকমা। প্রতিদিন অনেকে তাঁর বাগান দেখতে এসে বরই কিনে নিয়ে যান।

শিক্ষক প্রীয়তম চাকমার বাগানে কুলের ফলন ভালো হয়েছে। দামও পাচ্ছেন আশানুরূপ। আগামী বছর আরও বেশি পরিমাণ জমিতে এই বরইয়ের চাষ করার ইচ্ছা তাঁর। তা ছাড়া গ্রামে কৃষকদের কুল চাষে উদ্বুদ্ধ করছেন তিনি।

গত বুধবার মিতিংগাছড়ি গ্রামে গিয়ে গেছে, মূল সড়ক ঘেঁষে ১০ শতক জমিতে রোদের মধ্যে চিকচিক করছে বরই। সর্বোচ্চ চার ফুট উচ্চতার গাছের ডালগুলো বরইয়ের ভারে নুয়ে পড়েছে। গাছ থেকে আপেল রঙের পাকা বরই ছিঁড়ছেন প্রীয়তম চাকমা ও তার সহধর্মিণী। খেত থেকে সদ্য তোলা প্রতি কেজি বরই বিক্রি হয় ১৫০ টাকায়।

প্রীয়তম চাকমা বলেন, ইউটিউবে সম্প্রচারিত কুল চাষে উদ্বুদ্ধ হন তিনি। গত বছর ৩০০টি বরইগাছের চারা কিনে আনেন। এরপর মে ও জুন মাসে নিজ অনাবাদি জমিতে এসব বরইগাছের চারা রোপণ করেন। এর মধ্যে ১০০টি চারা মারা যায়। তখন বাকি গাছ রক্ষায় কেঁচো সার, গোবর দেন।

এদিকে গাছ বড় হওয়ার পর ছড়ানো ডাল ঠিক রাখার জন্য বাঁশের খুঁটি পুঁতে দেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে গাছগুলোতে ফুল আসে। প্রথমে কুলগুলো সবুজ থাকলেও পরে লাল রঙের হয়। জানুয়ারির শেষের দিকে ফল পরিপক্ব হওয়ার পর বরই বিক্রি শুরু করা যায়।

প্রীয়তম জানান, ১০ একর জমিতে বরই চাষ করতে তাঁর ৮০ হাজার টাকা খরচ হয়েছে। বছরে অন্তত দেড় লাখ টাকার বরই বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। প্রতিদিন আশপাশের গ্রাম ও উপজেলা সদর থেকে মানুষ এসে বাগান থেকে বরই কিনে নিয়ে যান। ফলন ভালো হওয়ায় আগামী বছর আরও ৮০ শতক জমিতে বরইয়ের চাষ করবেন বলে তিনি জানান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজ আহম্মেদ সরকার আজকের পত্রিকাকে বলেন, পার্বত্য এলাকা কুল চাষের উপযোগী। কাশ্মীর ও বল সুন্দরী কুল জাতের বরই মিষ্টি হয়। খেতে সুস্বাদু। ফলনও বেশি হয়। এতে কৃষকেরা লাভবান হন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ