Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রুবায়েতের ওয়েব সিরিজে ডিপজল-মিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রুবায়েতের ওয়েব সিরিজে ডিপজল-মিশা

দুজনই বাংলা সিনেমার ‘মন্দ মানুষ’। কাছাকাছি সময়ে অভিনয় শুরু করেছিলেন ডিপজল ও মিশা। ডিপজলের প্রযোজনায় অসংখ্য সিনেমায় কাজ করেছেন মিশা। এখনো ডিপজল কোনো সিনেমার কাজ শুরু করলে মিশাকেই খোঁজেন আগে। তাঁর বিপদে-আপদে নানা সময়ই বড় ভাইয়ের মতো এগিয়ে এসেছেন ডিপজল। তাঁকে তাই অভিভাবক হিসেবে মানেন মিশা সওদাগর।

সিনেমার পর্দায় তাঁদের কর্মকাণ্ড দেখতে যত খারাপই হোক, দর্শকের ভালোবাসা দুজনই পেয়েছেন অনেক। সেই ভালোবাসাকে সঙ্গী করে আবারও একত্র হয়েছেন ডিপজল-মিশা। তবে সিনেমায় নয়, ওয়েব সিরিজে। তাঁদের নিয়ে ৭ পর্বের ওয়েব সিরিজ বানিয়েছেন রুবায়েত মাহমুদ। ‘কাবাডি’ নামের এ ওয়েব সিরিজে ভিলেন হিসেবেই হাজির হবেন তাঁরা। মিশা সওদাগর এর আগে ওয়েব কনটেন্টে মুখ দেখালেও ডিপজলের জন্য এ অভিজ্ঞতা এবারই প্রথম।

ওয়েব সিরিজ ‘কাবাডি’ তৈরি হয়েছে চার বন্ধুর এক ভ্রমণের গল্প নিয়ে, যার নেপথ্যে আছে ১০ কোটি টাকা। এ টাকার চক্রে পড়ে কীভাবে তাদের জীবন ওলটপালট হয়ে যায়, সেটাই রয়েছে গল্পের মূলে। চার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার ও সাফিন আহমেদ। আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ।

রুবায়েত মাহমুদ‘কাবাডি’তে ডিপজল অভিনয় করেছেন মাথা কাটা রতন চরিত্রে। আর মিশার চরিত্রের নাম বদি। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা রুবায়েত বলছেন, ‘ডিপজল ও মিশা ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। দুজনই ভীষণ মজার মানুষ। দারুণ অভিনয় করেছেন তাঁরা।’

কোয়াইট অন সেটের প্রযোজনা ও বিগ ফিশ এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক সেতু মাহমুদের তত্ত্বাবধানে নির্মিত ‘কাবাডি’ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান। আগামীকাল মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ পাবে সিরিজটি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি