Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

যেটা দেশের ক্রীড়াঙ্গনে এত দিন হয়নি, সেটা এবার হবে

নাজমুল আবেদীন ফাহিম

যেটা দেশের ক্রীড়াঙ্গনে এত দিন হয়নি, সেটা এবার হবে

আমরা যদি সত্যি আন্তর্জাতিকভাবে ক্রীড়াঙ্গনে ভালো করতে চাই, খুব পেশাদার চিন্তাভাবনা আমাদের থাকা প্রয়োজন। যাঁরা পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের স্বচ্ছতা অনেক জরুরি। ভালো-মন্দের দায়ভার নেওয়ার মতো মানসিকতা থাকা খুব জরুরি, যেটা আমরা দীর্ঘদিন দেখিনি। যেকোনো কারণে হোক, অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহি) দেখিনি কখনো।

আমার মনে হয়, স্বচ্ছতার একটা সংস্কৃতি দরকার, যেখানে হিসাব-কিতাব থাকবে কাজের। উন্নতি-অবনতির হিসাব-কিতাব থাকবে, জবাবদিহি থাকবে। এমন একটা জিনিস দেখতে চাইব, যেখানে পেশাদারি আছে এবং জবাবদিহি আছে। 

আমার মনে হয়, এখনই সম্ভব হবে সেটা। ১২-১৫ বছর চালাতে গেলে কিন্তু দক্ষ হাত প্রয়োজন হয়। যাঁরা চালিয়েছেন ১২, ১৫ কিংবা ২০ বছর, তাঁরা ম্যানিপুলেট করেছেন প্রক্রিয়াটা। এটা লম্বা সময় চালানোর জন্য। ম্যানিপুলেশন যখনই আসে, তখনই কিন্তু অনেক নেতিবাচক ব্যাপার চলে আসে এবং সেটা স্পোর্টসের সংস্কৃতি নষ্ট করে দেয়।

আমার মনে হয়, বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতার পর আমরা বেশ হালুয়া-রুটি নিয়ে ব্যস্ত ছিলাম। কে কী পাব-না পাব, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। জাতি গঠনে বোধ হয় আমরা খুব বেশি মনোযোগী ছিলাম না। এবার বোধ হয়, একটা পরিবর্তন এসেছে। যাঁদের হাত ধরে আমাদের এই অর্জন, যেসব ছেলে-মা, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে পেলাম, চোখের সামনে দেখা সব, কারও কাছে শোনা না—এটার একটা প্রভাব নিশ্চয়ই মানুষের মধ্যে থাকবে। যেটা এত দিন হয়নি, সেটা এবার হবে। সবকিছুর একটা পরিবর্তন দেখতে পাব আমরা।
এই বিশাল সফল আন্দোলনের সমন্বয়কারী যারা, তারা পরিণতবোধ দেখিয়েছে। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কারও ব্যাপারে

কোনো বিরোধ নেই। এ বয়সের ছেলেদের কাছে যদি আমরা এটা শুনি, আশা করব এটা সবাই শ্রদ্ধা করবে। 

লেখক: ক্রিকেট বিশ্লেষক

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ