Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মিথিলার আজ দুই বাংলায় অভিষেক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মিথিলার আজ দুই বাংলায় অভিষেক

একই দিনে দুই বাংলায় দুই সিনেমা দিয়ে অভিষেকের ঘটনা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আগে ঘটেনি। আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের ‘অমানুষ’, ওপার বাংলায় সৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। দুই সিনেমাতেই মিথিলা আছেন। কিন্তু অভিষেকের এই দিনে মিথিলাই নেই দেশে। ব্র্যাকের ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান তিনি। অফিসের কাজে তাই আছেন আফ্রিকার দেশ তানজানিয়ায়। সেখান থেকেই বললেন, ‘ভীষণ মন খারাপ। খুব করে চেয়েছিলাম এই সময়ে দেশে থাকতে, কিন্তু চাকরির কারণে পারলাম না।’

‘অমানুষ’-এর সেটে নিরব ও মিথিলা‘অমানুষ’-এ মিথিলার নায়ক নিরব। তাঁদের বন্ধুত্বও অনেক দিনের। সিনেমায় দুজনে একসঙ্গে প্রথম হলেও আগে দুটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। ‘অমানুষ’-এ নিরবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘আমরা তো একে অন্যকে তুই-তোকারি করে কথা বলি। দেখা গেল গানের শুটিংয়ে রোমান্টিক দৃশ্য করছি, ও বলছে, “দূরে যা, আমার এত কাছে আসবি না।” আবার হয়তো কোনো দৃশ্যে ওর দিকে তাকাচ্ছি না, তখন বলে ওঠে, “তুই অন্য দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা।” আমাদের বোঝাপড়াটা বেশ ভালো।’

‘আয় খুকু আয়’-এর সেটে প্রসেনজিৎ ও মিথিলা‘আয় খুকু আয়’ সিনেমায় মিথিলার সহশিল্পী টালিগঞ্জের তারকা প্রসেনজিৎ। সিনেমায় মিথিলার চরিত্রটাকে অতিথি চরিত্রও বলা যায়। মূলত বাবা আর মেয়ের গল্প। মিথিলা বলেন, ‘বুম্বাদা আর আমি আছি স্বামী-স্ত্রীর চরিত্রে। আমার উপস্থিতি কম সময়ের, তবু প্রস্তুতি নিতে হয়েছে। পশ্চিমবঙ্গের একজন নিম্ন মধ্যবিত্ত মায়ের চরিত্রটা কেমন হতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, হাসি রপ্ত করতে হয়েছে।’

অন্যদিকে ‘অমানুষ’ সিনেমা নিয়ে মিথিলা বলেন, ‘বাণিজ্যিক সিনেমা হলেও এর গল্পটা অন্য রকম। শুটিং হয়েছে গভীর জঙ্গলে। মেয়েটি হাফ ইংলিশ হাফ বাংলায় কথা বলে। ফিজিক্যালি আমাকে ভীষণ খাটতে হয়েছে, মানসিকভাবেও প্রস্তুতি নিতে হয়েছে। করোনার সময় আমরা দিনের পর দিন জঙ্গলে থেকে শুটিং করেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ