ইজাজুল হক, ঢাকা
ব্যাপক সংস্কারের পর আগামী ৫ অক্টোবর ফের চালু হচ্ছে কাতারের রাজধানী দোহায় অবস্থিত বিখ্যাত মিউজিয়াম অব ইসলামিক আর্ট। ২০০৮ সালে বিখ্যাত চীনা-আমেরিকান স্থপতি আই এম পেইয়ের নশকায় নির্মিত নান্দনিক স্থাপত্যের এই জাদুঘর সংস্কারের জন্য ২০২১ সালের এপ্রিল থেকে বন্ধ রয়েছে। চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে আরব নিউজ।
মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, নতুন সংস্করণে জাদুঘরের স্থায়ী সংগ্রহগুলোর পুনর্বিন্যাস করা হয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক থিম, সময়কাল ও ভূ-অবস্থানের ভিত্তিতে সব সংগ্রহ নতুন করে সাজানো হয়েছে এবং ইসলামের ইতিহাসের সমৃদ্ধ কারুশিল্পের প্রতি বিশেষভাবে আলো ফেলা হয়েছে। ১ হাজারের বেশি নতুন সংগ্রহ যুক্ত করা হয়েছে—যা দর্শনার্থীদের চমকে দেবে।
জাদুঘরের পরিচালক জুলিয়া গোনেল্লা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলামের ইতিহাস নিয়ে একটি নতুন বিভাগও যুক্ত হচ্ছে। এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে আরব ও বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে।
জাদুঘরের নতুন আরেক আকর্ষণ হলো—১৯ শতকে পুনরুদ্ধার করা কাঠের তৈরি দামেস্ক কক্ষের বিস্তৃত-নান্দনিক অভ্যন্তরীণ সজ্জা। এটি উমাইয়া আমলের ইতিহাসের পাশাপাশি সেকালের আরবদের আতিথেয়তা, চা-কফিসহ অনেক বিষয়ের বিস্তারিত বিবরণ জানতে সাহায্য করে, যা ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
কাতার সরকারের বছরব্যাপী উন্নয়ন কার্যক্রম ‘কাতার ক্রিয়েটস’-এর অংশ হিসেবে মিউজিয়াম অব ইসলামিক আর্ট সংস্কার করা হয়। এর মাধ্যমে কাতারের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা হবে।
সূত্র: আরব নিউজ