পাইকগাছায় গতকাল শুক্রবার নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের প্রশান্ত বাছাড়ের মেয়ে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
ছাত্রীর ভগ্নিপতি প্রভাঞ্জন বাছাড় জানান, সে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। বাড়িতে মোবাইলে বেশি সময় ধরে কথা বলায় গত বৃহস্পতিবার রাতে তার মা বকাবকি করে। এরপর শুক্রবার সকালে মা ধান কাটার জন্য মাঠে ও বাবা বাড়ির উঠানে ভ্যান পরিষ্কার করছিলেন।
সকাল সাড়ে ৯ টার সময় তাঁরা দেখেন মেয়েটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা। তখন ডাকাডাকি করে দরজা না খোলায় পরে দরজা ভেঙে দেখা যায় তাঁর ঝুলন্ত লাশ। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।