বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ দীপ্ত টিভির অষ্টম বর্ষপূর্তি। এ উপলক্ষে ১৬ নভেম্বর দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩ দিল চ্যানেলটি। এ নিয়ে তৃতীয়বারের মতো অ্যাওয়ার্ড দিল দীপ্ত টিভি। গত এক বছরে দীপ্ত টিভিতে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলো থেকে দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচারে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী দিলারা জামান। ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে সেরা ওয়েব ফিল্মের অ্যাওয়ার্ড জিতেছে রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, সেরা অভিনেতা হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব (আইকন ম্যান), সেরা অভিনেত্রী হয়েছেন তাসনিয়া ফারিণ (নিকষ)।
একক নাটক ক্যাটাগরিতে আলোচিত একক নাটক হয়েছে ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’, সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম (ভাগ্য রেখা), সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী (কাজলের দিনরাত্রি)। ধারাবাহিক নাটক ক্যাটাগরিতে আলোচিত ধারাবাহিক হয়েছে সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়র’, সেরা অভিনেতা আ খ ম হাসান (বকুলপুর), অভিনেত্রী রেজমিন সেতু (জবা)।
আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক ‘আমাদের গল্প’। এ ছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ড জিতেছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘অপলাপ’, সেরা অভিনেতা হয়েছেন মুশফিক আর ফারহান (নাটক: কলঙ্ক), সেরা অভিনেত্রী হয়েছেন পূজা চেরি (ওয়েব ফিল্ম: পরি)।
‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে দীপ্ত টিভিতে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা, রেজমিন সেতু। গান গেয়েছেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রসুল, প্রতিক হাসান ও আনিকা। উপস্থাপনায় রুহানি সালসাবিল লাবণ্য।