হোম > ছাপা সংস্করণ

ঈদের পঞ্চম দিনের টিভি নাটক ও টেলিফিল্ম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। ঈদের পঞ্চম দিনের বাছাইকৃত অনুষ্ঠান নিয়ে এ আয়োজন

চ্যানেল আই
টেলিফিল্ম রঙিন কাচের জানালা (বেলা ২টা ৩৫ মিনিট) : গল্প রাবেয়া খাতুন। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা।

টেলিফিল্ম নাইট গার্ড (বিকেল ৪টা ৩০ মিনিট) : রচনা শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার প্রমুখ।

নাটক চাইছি তোমার ভালোবাসা (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনায় আদিত্য রুপু। অভিনয়ে জোভান, নাদিয়া, মুনিরা মিঠু প্রমুখ।

নাটক বরফগলা গরম (রাত ৯টা ৩৫ মিনিট) : রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, মম, কচি খন্দকার প্রমুখ।

এটিএন বাংলা
নাটক ডাবল ট্রাবল (সন্ধ্যা ৬টা) : পরিচালনায় শহীদ উন নবী। অভিনয়ে শামীম সরকার ও সৌমি।

নাটক অঘটন (রাত ৭টা ৩৫ মিনিট) : পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর প্রমুখ।

নাটক গরিবের হাতেমতাই (রাত ৮টা ৪৫ মিনিট) : পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে শামীম সরকার, শখ প্রমুখ।

টেলিফিল্ম লোকাল লাভ (রাত ১১টায়) : রচনা ফেরারী ফরহাদ। পরিচালনায় সোহেল তালুকদার। অভিনয়ে তানভীর, সুপ্ত প্রমুখ।

একুশে টিভি
নাটক সেদিন কি ঘটেছিল? (রাত ৮টা) : রচনায় শফিকুর রহমান শান্তনু। পরিচালনায় দীপু হাজরা। অভিনয় জাকিয়া বারী মম, সমাপ্তি, মাসুম বাসার প্রমুখ।

নাটক ক্রাইসিস কামরুল (রাত ১০টা) : রচনা ও পরিচালনায় আরিফুর রহমান নিয়াজ। অভিনয়ে সানজিদা দত্ত, টুটুল চৌধুরী, আহসান কবীর।

নাটক বৌ নিয়ে গেলো চিলে (রাত ১১টা ২০ মিনিটে) : রচনা ও পরিচালনায় তন্ময় খান। অভিনয়ে তামিম খন্দকার, সুস্মিতা সিনহা।

এনটিভি
নাটক কণা (সকাল ৯টা) : রচনায় অনামিকা মণ্ডল। পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে মিশু সাব্বির, সারিকা সাবা প্রমুখ।

নাটক নবাবী প্রেম (সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) : রচনা রিফাত আদনান পাপন। পরিচালনায় মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নাটক জামাই রাজা (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা জুয়েল এলিন। পরিচালনায় সোহেল হাসান। অভিনয়ে মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শেলী আহসান প্রমুখ।

নাটক ফেরিওয়ালা (রাত ১১টা): রচনায় মিজানুর রহমান বেলাল। পরিচালনা রাকেশ বসু। অভিনয়ে মিশু সাব্বির, সামিরা খান মাহি, মাসুম বাশার প্রমুখ।

আরটিভি
নাটক সিনিয়র ( সন্ধ্যা ৭টা ৫ মিনিট) : রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে মিথিলা, খায়রুল বাসার।

নাটক নতুন করে শুরু (রাত ৮টা) : গল্প মাসরিকুল আলম। পরিচালনায় এস আর মজুমদার। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, আফরিন শিখা রাইসা প্রমুখ।

নাটক সাইলেন্স (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা গোলাম সারোয়ার অনিক। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা।

নাটক হেমলক-বিষবৃক্ষ (রাত ১১টা ৫ মিনিট) : রচনা ঊর্মি মোস্তফা। পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে সায়েদ জামান শাওন, তাসনিয়া ফারিণ প্রমুখ।

বাংলাভিশন
টেলিফিল্ম তুমি যদি বলো (বেলা ২টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে ফারহান, কেয়া পায়েল প্রমুখ।

নাটক বউ যখন যন্ত্রণা (বিকেল ৪টা ১৫ মিনিট) : পরিচালনা মিতুল খান। অভিনয়ে শামীম হাসান সরকার, সালহা খানম নাদিয়া প্রমুখ।

নাটক বংশের বাতি (বিকেল ৫টায়) : পরিচালনায় মিফতা আদনান। অভিনয়ে তৌসিফ, সাফা কবির প্রমুখ।

নাটক লাভ ড্রাইভ (রাত ৭টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ।

নাটক নিঃশব্দের আলো (রাত ৯টা ২৫ মিনিট) : রচনা ও পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর।

নাটক বউ এর বয়স ষোল (রাত ১০টা ৪৫ মিনিট) : পরিচালনায় এস আর মজুমদার আশিক। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা।

নাটক বাঘ বাঘিনী (রাত ১১টা ৩৫ মিনিট) : পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে শামীম হাসান সরকার, শখ।

দীপ্ত টিভি
নাটক হাফ চান্স (বেলা ১টা) : পরিচালনায় শিহাব শাহিন। অভিনয়ে তৌসিফ ও তিশা।

নাটক সরি অমিত (রাত ৮টা) : পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ফারিণ, ইয়াশ রোহান।

নাটক সুপার অনেস্ট (রাত ১০টা) : পরিচালনায় মেহেদি হাসান। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল প্রমুখ।

স্বল্পদৈর্ঘ্য লোলা (রাত ১১টা) : পরিচালনায় ফয়েজ জুবায়ের। অভিনয়ে সামিরা খান মাহি।

স্বল্পদৈর্ঘ্য ডাক (রাত ১১টা ২৫ মিনিট): পরিচালনায় রিয়াদ তালুকদার। অভিনয়ে সাইদুর রহমান পাভেল।

স্বল্পদৈর্ঘ্য গল্পটা পাঞ্জাবির (রাত ১১টা ৫০ মিনিট) : পরিচালনায় তৌহিদ আশরাফ। অভিনয়ে অনামিকা ঐশী।

মাছরাঙা টিভি
নাটক ভাইজান (বিকেল ৫টা ৫০ মিনিট) : অভিনয়ে মিশু সাব্বির, তাসনুভা তিশা।

নাটক ভালো থেকো রেণু (রাত ৮টায়) : অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি।

নাটক ফিরে দেখা (রাত ১০টা ২০ মিনিট) : অভিনয়ে শাওন, তানহা তাসনিয়া।

টেলিফিল্ম মাছ (রাত ১১টা ৩০ মিনিট) : অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ।

নাগরিক টিভি
নাটক লাল টিপ (রাত ১০টা ৫ মিনিট) : পরিচালনায় দুর্জয় রাজু শামিম। অভিনয়ে তাসনুভা তিশা ও এলেন শুভ্র প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
নাটক বাঁয়ে প্লাস্টিক (রাত ৮টা ১০ মিনিট) : অভিনয়ে খায়রুল বাশার, সানজিদা প্রীতি।

নাটক মফিজের লাইফস্টাইল (রাত ১১টা ৩৫ মিনিট) : অভিনয়ে ফজলুর রহমান বাবু, ফারজানা ছবি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন