Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অবৈধ অটোর ছড়াছড়ি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবৈধ অটোর ছড়াছড়ি

চুয়াডাঙ্গা শহরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। এসব অটোচালকদের জানা নেই ট্রাফিক নিয়ম কানুন, নেই ড্রাইভিং লাইসেন্সও। যত্রতত্র তাঁরা করছেন পার্কিং।

জানা গেছে, সদর উপজেলা প্রশাসন থেকে ২০০ ইজিবাইকের অনুমোদন থাকলেও শহরে অন্তত ৮ থেকে ১০ হাজার অটোরিকশা।

জানা গেছে, শহরের আয়তনের তুলনায় অটোরিকশার চলাচল বেশি হওয়ায় সৃষ্টি হয় যানজট। এসব যান চলাচল করে বেপরোয়া গতিতে। অটোরিকশার এমন দৌরাত্ম্যে সাধারণ মানুষকে চলাচলের সময় পড়তে হয় দুর্ঘটনার কবলে। এমনকি অটোরিকশার চাপে কোণঠাসা বাসও। অনেক সময় দেখা মেলে, কিশোরেরাও এসব যান চালাচ্ছে। তাদের নেই কোনো প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স। বোঝে না ট্রাফিক নিয়মকানুন। নেই গাড়ি চালানোর ন্যূনতম দক্ষতা। আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর এলাকা থেকে অটোরিকশা জেলা শহরে প্রবেশ করে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে। শহরের ফেরিঘাট রোড, সদর হাসপাতাল রোড, কলেজ রোড, কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর, একাডেমি মোড় ও সাতগাড়ি এলাকায় অবাধ বিচরণ এসব যানবাহনের। স্কুলগামী শিক্ষার্থীসহ অসুস্থ রোগী চলাচলেও বেশ বেগ পেতে হয়।

স্থানীয়রা জানান, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামার কারণে দুর্ভোগ বাড়ছে কয়েকগুণ। এতে ঘটে দুর্ঘটনা, ব্যাহত হয় অন্য যানবাহন চলাচল। অটোরিকশার জন্য শহরে নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে রাখা হয়। অটোরিকশার এমন বেপরোয়া চলাচল আর দৌরাত্ম্য থেকে বাঁচতে চান তাঁরা।

পথচারী আনারুল বলেন, অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে শহরে রাস্তায় ভোগান্তি হয়। ঠিকমতো চলাফেরাও করা যায় না। মোটরসাইকেল আরোহী ফরিদ জোয়ার্দ্দার বলেন, অটোরিকশাগুলো এলাকাভিত্তিক চলাচল করলে যানজট ও জনগণের ভোগান্তি হবে না। একই সঙ্গে চালকদেরও নিয়ে আসতে হবে নিয়মনীতির আওতায়।

অটোরিকশার নিয়মিত যাত্রী ইলিয়াস হোসেন জানান, যাঁরা ইজিবাইক চালান, তাঁরা অধিকাংশ ট্রাফিক আইন বোঝে না, আবার যেখানে-সেখানে যাত্রী দেখলেই দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা যানবাহন ধাক্কা দেয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া রয়েছে ২০০টি অটোরিকশার, কিন্তু শহরে অনেক বেশি চলাচল করে। পৌরসভা থেকে ইজিবাইকের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া যানজট কমাতে এলাকাভিত্তিক লাল ও নীল রং করে পৃথক করা হবে। অটোরিকশাগুলো একটা নিয়ম-নীতির মধ্যে আসলে শহরের যানজট কমবে। সেই সঙ্গে এটি চমৎকার শহরে রূপান্তরিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ