Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আট মাস বেতন বাকি, আন্দোলনে শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আট মাস বেতন বাকি, আন্দোলনে শ্রমিকেরা

কেউ তিন মাস, কেউ আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এ কারণে দিতে পারেননি বাড়িভাড়া। ঠিকা দোকানদারও আর দিচ্ছেন না বাকি। কারও কারও সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার পথে। অসুখ-বিসুখে কেউ চিকিৎসাও করতে পারছেন না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

এই আন্দোলন শুরু হয়েছে গত বুধবার সকাল ৮টায় রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত সাকোয়াটেক্স নামের সোয়েটার কারখানায়। শ্রমিকেরা বুধবার সকাল থেকে অনশন শুরু করেন। সারা রাত তাঁরা কারখানার ভেতরেই ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা ভেতরে অবস্থান করে বিক্ষোভ করেন।

পরে গতকাল সন্ধ্যায় এক মাসের এবং ৩০ জানুয়ারি আরেক মাসের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকেরা বিকেল ৫টার দিকে কাজে যোগ দেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় এ খবর লেখা পর্যন্ত বেতন দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা।

কারখানাটি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এনামুল হকের এনা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রায় ৩০০ শ্রমিক কর্মরত এ কারখানায়।

কারখানার লিংকিং অপারেটর আশা বেগম বলেন, ‘এখানে শ্রমিকেরা উৎপাদনের ওপর নির্ভর করে পারিশ্রমিক পান। মাসে গড়ে তাঁরা ১৭ হাজার টাকা করে বেতন পান। কারখানার ২০০ শ্রমিকের কেউ সর্বনিম্ন তিন মাস এবং সর্বোচ্চ আট মাসের বেতন পাবেন। আমি পাব চার মাসের। প্রতি মাসে বেতন না পাওয়ার কারণে বাড়িভাড়া বাকি পড়েছে। দোকানে অনেক টাকা বাকি পড়েছে। এখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছি না। নতুন বছরে বাচ্চাদের স্কুলড্রেস কিনে দেওয়ার মতো টাকাও নেই। খুব বিপদে আছি।’

আর চাকরির দরকার নেই, বকেয়া বেতনের দরকার উল্লেখ করে সম্পা খাতুন নামের আরেক নারী শ্রমিক বলেন, ‘কেউ বেতন চাইতে গেলে কারখানার কর্মকর্তারা দুর্ব্যবহার করেন। যাঁরা বেতন চান, তাঁদের নামের তালিকা করা হয়। এর পরদিন থেকে গেট দিয়ে আর ওই শ্রমিকদের কারখানায় ঢুকতে দেওয়া হয় না। সম্প্রতি ১৫-২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার আমরা একজোট হয়ে আন্দোলন শুরু করেছি।’

শ্রমিকেরা জানান, তিন-চার মাস ধরেই প্রতি সপ্তাহে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। সপ্তাহের সোম কিংবা বৃহস্পতিবার বেতন দেওয়া হবে বলে কর্মকর্তারা জানান; কিন্তু দেওয়া হয় না।

শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় কারখানার আইটি ইনচার্জ মো. শামীম বলেন, বিকেলের (গতকাল) মধ্যে বেতন দিয়ে দেওয়া হবে। শ্রমিকদের এসব কথা যেন প্রচার করা না হয়। এ সময় শ্রমিকদের তোপের মুখে পড়েন শামীম।

শ্রমিকেরা তিন থেকে আট মাসের বেতন বকেয়া থাকার কথা বললেও এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এনামুল হক বলেন, শ্রমিকদের মাত্র এক মাসের বেতন বাকি আছে। সম্প্রতি কারখানার সোয়েটার রপ্তানি নিয়ে একটু ঝামেলা হওয়ায় তাদের বেতন পরিশোধ করা যায়নি। আজ (গতকাল) বিকেলের মধ্যেই দিয়ে দেওয়া হবে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ