বিনোদন ডেস্ক
নায়করাজ রাজ্জাকের নামে ভারতে আজীবন সম্মাননা পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। ২১ মে ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) নামের আয়োজনে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাটি পেয়ে উচ্ছ্বসিত ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। যে মানুষটির নামে এই সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন। তিনি বলেছিলেন, “একসময় আমার জায়গায় যদি কেউ আসে, সে হবে ইলিয়াস।”
এতটাই তিনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানেরাও অভিনয়জগতে আছেন, কিন্তু তাঁদের নিয়ে এমন কথা কখনো বলেননি। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। এটা আমার সৌভাগ্য।’