সিলেট প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ৩, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশির ভাগ মানুষের আয় কমে গেছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি করপোরেশনের পানির মূল্য, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য যাবতীয় বিল বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মধুশহীদ পঞ্চায়েত কমিটির সহসভাপতি আলাউদ্দিন বাদশা, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. পিংকু আব্দুর রহমান, সহসভাপতি আনোয়ার হোসেন আনাই, আলী আকবর ফকির, নাজির উদ্দিন রব, ছামেদ মিয়া, রোটারিয়ান মির্জা সাদ্দাম হোসেন, ভাতালিয়া যুব উন্নয়ন সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, আব্দুল কাইয়ুম, সামসুদ্দিন আহমদ, আনোয়ার বাদশা, সানাউল হক মিতু, হাজী আলমগীর হোসেন, আফসর হোসেন, খসরুজ্জামান, শাকিল মুর্শেদ, মির্জা সম্রাট, রাজিব কুমার দে রাজু, শাহনাজ আহমদ, বিপ্লব বক্স প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সিটি করপোরেশন হচ্ছে একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি করপোরেশন পানির মূল্য, হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য যাবতীয় বিল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ২৭টি ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।