ঝালকাঠি প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লাগিয়ে সাড়ে এগারো হাজার মানবতাবিরোধীদের ক্ষমা করে দিয়েছিল। তিনি ইনডেমনিটি বিল করে খুনিদের রক্ষা করেছিলেন।’
ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।
শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে করেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সর্দার মোহম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এস্কেন্দার আলী খান বক্তব্য দেন।