Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা

রাজনগর উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া তাজুল ইসলাম (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তাজুল ইসলাম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ির কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল রকিব মন্টু মিয়ার বাগান বাড়ি থেকে কাজ শেষে মোটরসাইকেলে মালেক মিয়া ও তাজুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তেরা উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল (নিজগাঁও) ক্লিনিকের সামনে তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পানিশাইল কমিউনিটি ক্লিনিকের সামনে আব্দুল মালেককে দুর্বৃত্তের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

এ সময় তাজুল ইসলাম নামের আরও এক যুবক আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত তাজুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘তাজুল ইসলামের মাথায়, বুকে, গালে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। বর্তমানে মরদেহ এবং মোটরসাইকেল থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ