দুই বছরের সন্তানকে নিয়ে রাহেলা থাকে দেশে, আর তার স্বামী প্রবাসে। রাহেলার প্রতিবেশী একটি খ্রিষ্টান পরিবার। পরিবারের সদস্য জেমস, তার মা আর একমাত্র সন্তান। এক বছরের সন্তান রেখে মারা গেছে জেমসের স্ত্রী। জেমসের মা-হারা ছোট্ট শিশুটিকে মাতৃস্নেহেই বড় করতে শুরু করে রাহেলা।
কিন্তু ধীরে ধীরে জীবনে আসে জটিলতা। এমন গল্পে আজ রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘মাতৃত্ব’। মোজাম্মেল হক নিয়োগীর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাসার, সাঈদ বাবু, তাহমিনা মৌ, মনির আহম্মেদ শাকিল, মেহেরীন জাহান শান্তামনি, দোলা, তমা প্রমুখ।