সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগরে সড়ক দুর্ঘটনায় নুরুল বক্স (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত নুরুল বক্স মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া গ্রামের মৃত আকমল বক্সের ছেলে।
সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলীনগরে সিলেটগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নুরুল বক্স ছিটকে সড়কে পড়ে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই মারা যান নুরুল বক্স।
এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী সিলাম টিল্লাপড়া গ্রামের মৃত বিরাই বক্সের ছেলে সাহেল বক্স (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।