ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বহু জনপ্রিয় কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে গ্রাম-বাংলার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা ‘পল্লিকবি’ জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গ্রামের কবি জসীম উদ্দীনের জন্মবার্ষিকীতে ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে সকাল ৯টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অষিম কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক এম এ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্রাম বাংলার এই কবির রচনাসামগ্রী নিয়ে বেশি করে গবেষণার তাগিদ দেন। বক্তারা বলেন, বাংলার রূপকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হলে কবির লেখা পাঠ্যপুস্তকে আরও বেশি করে তুলে ধরতে হবে।
সভা শেষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল হয়।
জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরের কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন। কবির বাবা আনছার উদ্দীন ও মা আমেনা খাতুন। কবি ১৯৩৯ সালে মমতাজ বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন ছেলে-ড. জামাল আনোয়ার, খুরশিদ আনোয়ার ও আনোয়ার হাসু। পল্লিকবি ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।
পল্লিকবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে, নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশি, রাখালী, বালুচর প্রভৃতি।