শেরপুরের শ্রীবরদীতে ট্রাকের চাপায় আলম (৩০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী জিয়া (২৮) নামে আরেকজন। দুজনই ঝিনাইগাতীর তিনআনী এলাকার সামাদ হাজি রাইস মিলের শ্রমিক। গত রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ট্রাকটি জব্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুরি অফিসপাড়া এলাকার সেতুর ওপরে একটি ট্রাক পেছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক আলম মিয়া। আলম মিয়ার বাড়ি কুড়িগ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী জিয়া। তাঁর বাড়ি দিনাজপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।