Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কারেন্ট জাল ও জাটকা জব্দ, জরিমানা

হাতিয়া (নোয়াখালী) ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কারেন্ট জাল ও জাটকা জব্দ, জরিমানা

মেঘনা নদী থেকে জাটকা আহরণ ও মজুত করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।

নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি এলাকায় কোস্টগার্ড, উপজেলা মৎস্য অফিস ও ভ্রাম্যমাণ আদালত মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে এসব জব্দ করে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গতকাল সকালে হাতিয়ার নলচিরা ঘাটে জব্দ করা এসব জাটকা এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়। কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা অনীল চন্দ্র দাস ও কোস্টগার্ডের কমান্ডার লে. ইফতেখারুল আলম।

কোস্টগার্ড সূত্র জানায়, অভিযান চালিয়ে নদীতে কয়েকটি জেলে নৌকায় তল্লাশি চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার চরঈশ্বর মাইচ্চা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কোল্ড স্টোরেজ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা মজুত করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, ‘জাটকা আহরণ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতিদিন আমাদের একটি টিম ভিন্ন ভিন্ন সময়ে নদীতে টহল দিয়ে থাকে।’

এদিকে গত বুধবার বিকেলে রামগতির আসলপাড়া স্কুল ঘাটে বিশেষ চিরুনি অভিযানে জব্দ করা হয় ৬০ হাজার মিটার কারেন্ট জাল। পরে অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ড পেটি অফিসার মো. বাবুল আক্তার।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল অপসারণে মাসব্যাপী এ অভিযান চলবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ