নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন দিনের কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলনে নামার কথা ছিল পুরো বাংলাদেশ দলের। তবে এখনই অনুশীলনে নামা হচ্ছে না দলের একটা অংশের। অধিনায়ক মুমিনুল হকসহ দলের চার ক্রিকেটার তো আছেনই। কোচিং ও অফিশিয়ালসহ দলের ৯ সদস্যকে সাত দিনের অতিরিক্ত কোয়ারেন্টিন করতে হবে।
দুবাই থেকে নিউজিল্যান্ডে যাওয়ার বিমানে চার ক্রিকেটারের কাছাকাছি থাকা এক যাত্রী করোনা পজিটিভ হয়েছেন। মুমিনুলসহ ওই যাত্রীর কাছাকাছি ছিলেন মেহেদী হাসান মিরাজ, ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী রাব্বি। নিউজিল্যান্ডে গিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও সতর্কতা হিসেবে এখন বাড়তি সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে তাঁদের। এর আগে গতকাল মঙ্গলবার কোয়ারেন্টিনের চতুর্থ দিনে জিম সেশন করেছেন ক্রিকেটাররা। আজ তাঁদের নেটে অনুশীলন করার কথা।