বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পী আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রকাশিত হলো বই। লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। নাম ‘স্মৃতিদহন’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। লেখক তানভীর তারেক বইটিকে বলছেন ‘অবলোকন গদ্য’।
তানভীর তারেক বলেন, ‘আইয়ুব বাচ্চুর সঙ্গে দীর্ঘ ২২ বছরের পরিচয়। সম্পর্কের এই দীর্ঘ জার্নিতে তাঁর প্রতি মোহগ্রস্ত সময়, মান-অভিমান, মায়ায় জড়ানো কাল বা কৃতজ্ঞতা বাঁধা মনের অবলোকনকেই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। স্মৃতিদহন বইটিতে আমার নেওয়া বাচ্চু ভাইয়ের কোনো সাক্ষাৎকার গ্রন্থিত করিনি। বরং এই মানুষটি চলে যাওয়ার পর থেকে নানান স্মৃতি, আক্ষেপ আর ভালোবাসার অনুরণন যে ঘুরপাক খেয়েছে, সেগুলোই শব্দে সাজানোর চেষ্টা করেছি।’
বইয়ের ভূমিকা লিখেছেন আইয়ুব বাচ্চুর সহধর্মিণী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি লিখেছেন, ‘দারুণ সুখপাঠ্য এই স্মৃতিগদ্য ভবিষ্যতে আইয়ুব বাচ্চুর জীবনী বা তাঁকে নিয়ে যেকোনো গবেষণায় দারুণ এক রেফারেন্স হয়ে থাকবে।’
বইটিতে নানা স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে এসেছে তৎকালীন মিউজিক ইন্ডাস্ট্রির নানান দিক। একই সঙ্গে শিল্পীর মৃত্যুর পর তাঁর কাছের বেশ কজন মানুষের সঙ্গে লেখকের কথোপকথনও স্থান পেয়েছে। বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু। বিভিন্ন পরিচ্ছদের অলংকরণ করেছেন মোরশেদ মিশু।