বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ভবনের কাজ বন্ধ করতে নোটিশ দিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড। ওই ব্যবসায়ী হলেন উপজেলার নাঘিরপাড় গ্রামের মৃত অবিনাশ বৈদ্যের ছেলে পঞ্চানন বৈদ্য। তবে তিনি নিজের জায়গায় ভবন নির্মাণ করছেন বলে দাবি করেছেন।
জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার-পয়সারহাট পানি উন্নয়ন বোর্ডের বাগধা ইউনিয়নের সোমাইরপাড় বেড়িবাঁধের জায়গা দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করে আসছেন পয়সারহাটের কাপড় ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য। খবর পেয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করে ভবন নির্মাণের জায়গা পাউবোর বলে দাবি করে। পরে ভবনের নির্মাণকাজ বন্ধ করতে ১৩ ডিসেম্বর পঞ্চানন বৈদ্যকে নোটিশ প্রদান করা হয়। ওই নোটিশের অনুলিপি আগৈলঝাড়া থানা ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চানন বৈদ্য ভবন নির্মাণের জায়গা নিজের দাবি করে বলেন, ‘আমার জায়গায় আমি ভবন করেছি। ওটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা নয়। আপনারা যা পারেন লেখেন, আমিও যা পারি করব।’
বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, ‘পঞ্চানন বৈদ্যের ভবন নির্মাণের বিষয়ে পাউবোর নোটিশ পেয়েছি। প্রশাসন ব্যবস্থা নিলে আমি তাদের সঙ্গে থাকব।’ বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর ভবন নির্মাণের জায়গা পাউবোর দাবি করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে তাঁকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য বলেছি। পরে ১৩ ডিসেম্বর ওই পাকা ভবন আমাদের জায়গা থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি আগৈলঝাড়া থানা ও বাগধা ইউপি চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। জায়গা দখলমুক্ত না হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’