মুজিববর্ষ ও ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণের ঘর দেওয়া হবে। আগামী মঙ্গলবার জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। এ উপলক্ষে গতকাল রোববার হবিগঞ্জ ও মৌলভীবাজারে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাহুবল (হবিগঞ্জ): মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ৭৫ জনকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।
চুনারুঘাট (হবিগঞ্জ): উপজেলার ১০০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণের ঘর দেওয়া হবে।
ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
বড়লেখা (মৌলভীবাজার): ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখায় ভূমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে নতুন ঘর তুলে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।