বিনোদন প্রতিবেদক, ঢাকা
জসিম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ সিনেমায় বুবলীর নায়ক তিনজন— আনিসুর রহমান মিলন, সাইমন ও রোশান। মিলন অভিনয় করছেন একজন সাইকো প্রেমিকের চরিত্রে। সিনেমার গল্পে বুবলী একজন মডেল। একটি পাক্ষিক পত্রিকা বুবলীকে নিয়ে প্রচ্ছদ করে। প্রচ্ছদের সেই ছবি দেখে প্রেমে পড়ে যান ধনী ব্যবসায়ী মিলন। প্রকাশিত সব পত্রিকা একাই কিনে বাসায় আনেন। বুবলীর ছবিসংবলিত পত্রিকাটি দিয়ে সারা ঘর সাজান মিলন। বিছানায় বসে গিটার বাজিয়ে বুবলীকে ভেবে গানও করেন। সেই গল্পেরই কয়েকটি দৃশ্যের শুটিং হয়েছে ৫ এপ্রিল। মিলন বলেন, ‘অনেক দিন ধরে এমন একটি চরিত্রের খোঁজ করছিলাম। আমার প্রথম সিনেমা “দেহরক্ষী”তেও এমন একটি চরিত্রে অভিনয় করেছিলাম। দর্শক চরিত্রটি বেশ পছন্দ করেছিলেন। এখনো অনেকেই বলেন ওই চরিত্রটির কথা।’
পরিচালক জসিম বলেন, ‘চরিত্রটি যখন লিখছিলাম তখন মিলন ভাইয়ের কথাই চোখে ভাসছিল। এমন পাগল প্রেমিকের চরিত্রে তাঁকে বেশ মানাবে বলে আমার মনে হয়েছে। ইতিমধ্যে, সিনেমার ৬০ শতাংশ শুটিং শেষ হয়েছে।’