বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। প্রায় ৩০ বছরের সংগীত ক্যারিয়ার তাঁর। ব্যান্ড দলছুট নিয়েই নিয়মিত পারফর্ম করেছেন। কখনো কখনো অন্য ব্যান্ড বা শিল্পীর সঙ্গে স্টেজ শেয়ার করে একাও গেয়েছেন। তবে নিজের একক সংগীতানুষ্ঠান করা হয়নি কখনোই। এবার আয়োজন করা হয়েছে বাপ্পার একক সংগীতানুষ্ঠানের। অ্যালাইভ আয়োজিত এই শো অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় আইসিসিবির ৩ নম্বর হলে।
বাপ্পা বলেন, ‘প্রথমবারের মতো বড় করেই সলো পারফর্ম করতে যাচ্ছি। এমন একটা অনুষ্ঠান আরও আগেই হতে পারত। কিন্তু সেভাবে কখনো ভাবিনি। এবার অ্যালাইভ আমাকে সাহসটা দিল।’
গত কয়েক দিনে বাপ্পার জীবনে এমন অনেক কিছুই ঘটছে, যা আগে ঘটেনি। কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেই বাপ্পা মজুমদারের পরিচিতি। তবে কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রের আবহ সংগীতের কাজও করেছেন। আবারও নতুন সিনেমায় আবহ সংগীত করছেন বাপ্পা। শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় কেবল আবহ সংগীত নয়, একটি গানও গেয়েছেন তিনি। গানটির সংগীত পরিচালকও বাপ্পা মজুমদার। এটি আবহ সংগীত পরিচালক হিসেবে তাঁর তৃতীয় কাজ। তবে আগের দুই আবহ সংগীতের কাজের চেয়ে এটির পার্থক্য হলো, এটি পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমা।
এ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘এখন এই সিনেমার কাজটাই করছি। সিনেমায় আমার গাওয়া গানটির শুটিংও শেষ হয়েছে।’ এ ছাড়া ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমার আবহ সংগীতের কাজও করছেন বাপ্পা।
‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় আবহ সংগীত করার কারণ হিসেবে বাপ্পা বলেন, ‘প্রথমত, আবহ সংগীত নিয়ে আমার আগ্রহ বেশি। দ্বিতীয়ত, বাণিজ্যিক সিনেমায় আমার কাজ খুবই কম। সেই জায়গা থেকে এই কাজটার প্রতি আমার আগ্রহ জন্মেছে।’
২০১৭ সালে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় প্রথমবারের মতো আবহ সংগীত করেন বাপ্পা। সিনেমার সব গানের সংগীত পরিচালনাও করেছিলেন তিনি। তাঁর সুর ও সংগীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জেমস ও মমতাজ এবং সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বাপ্পা মজুমদার।
দিনকয়েক আগে নিজের গিটারে এরিক ক্ল্যাপটনের স্বাক্ষর পেয়েছেন। সর্বকালের অন্যতম সেরা গিটারিস্টদের একজন এরিক ক্লাপ্টনের ভক্ত তিনি। নিজের গিটারে তাঁর স্বাক্ষর পেয়ে উচ্ছ্বসিত বাপ্পা।