হোম > ছাপা সংস্করণ

তিন দেশের শিল্পীর সঙ্গে জেফারের ‘স্পাইসি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয় কিছু ইংরেজি গান কাভার করে পরিচিতি পান জেফার রহমান। পরবর্তী সময়ে মৌলিক ইংরেজি গান নিয়ে একক অ্যালবাম প্রকাশ করেন। ইংরেজির পাশাপাশি বাংলা গানও করেন জেফার। গেয়েছেন সিনেমা ও ওয়েব কনটেন্টে। বাংলা গানে মনোযোগ দিতে কিছুদিন ইংরেজি গান থেকে দূরে ছিলেন। ২০১৯ সালে সর্বশেষ গেয়েছিলেন ‘ডার্টি ট্রিকস’। পাঁচ বছরের বিরতি পেরিয়ে নতুন ইংরেজি গান নিয়ে ফিরছেন জেফার। আজ ওকে ব্রো রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে তাঁর নতুন গান ‘স্পাইসি’।

গানটি লিখেছেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত আমেরিকান সংগীতশিল্পী র‍্যাচেল ওয়েস্ট। স্পাইসির সংগীত প্রযোজনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, তাঁর সঙ্গে আছেন বলিউডের ডিজে সঞ্জয়। র‍্যাপ অংশটুকু গেয়েছেন হেজেল রোজ। জেফার বলেন, ‘স্পাইসি গানটি মূলত দেশের বাইরের শ্রোতাদের জন্য করা। তাঁরা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, সেভাবেই গানের কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে। অনেক দিন পর ইংরেজি গান করলাম। আমার সঙ্গে গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। ফুয়াদ ভাইয়ের সঙ্গে সংগীত প্রযোজনা করেছেন বলিউডের সঞ্জয়। তাই এ গানটিকে ইন্টারন্যাশনাল কোলাবরেশন বলা যায়। ওকে ব্রো রেকর্ডসের উদ্দেশ্য হলো, বাংলাদেশের গান ও শিল্পীদের যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রোমোট করা। স্পাইসি দিয়ে এই যাত্রা শুরু হলো। খুব উত্তেজনা কাজ করছে নিজের মধ্যে।’

দীর্ঘদিন পর ইংরেজি গান করা প্রসঙ্গে জেফার বলেন, ‘ইংরেজি গান দিয়েই আমার সংগীতজীবনের শুরু। মাঝে বাংলা গানে মনোযোগ দিতে ইংরেজি গান থেকে দূরে ছিলাম। বাংলায় গান লেখা, সুর করা এবং গাওয়া ঠিক করাই ছিল উদ্দেশ্য। ইতিমধ্যে কয়েকটি বাংলা গান করেছি। গত বছর ফুয়াদ ভাই যখন এই গানটির কথা আমায় জানান, তখন মনে হয়েছিল, এটা তো আমার কমফোর্ট জোন। গ্র্যামি অ্যাওয়ার্ডে যখন গিয়েছিলাম সে সময় রেকর্ড করেছি। গত বছর লস অ্যাঞ্জেলেসে মিউজিক ভিডিওর শুটিং করি।’

গানের মানুষ জেফার সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাঁকে। তবে এই মুহূর্তে গান নিয়েই জেফারের সমস্ত ব্যস্ততা। জেফার বলেন, ‘হুট করেই অভিনয়ে আসা। সামনে ভালো কোনো প্রজেক্ট পেলে আবারও অভিনয় করব। এই মুহূর্তে গান নিয়েই সময় কাটছে। বেশ কিছু গান নিয়ে কাজ করছি। এ বছর সেগুলো প্রকাশ পাবে।’ জেফার জানালেন, নিজের প্রথম বাংলা গানের অ্যালবাম প্রস্তত করছেন তিনি। ইচ্ছা আছে দ্রুততম সময়ে অ্যালবামটি শ্রোতাদের সামনে নিয়ে আসার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন