Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কাঠ খোদাই করে সবুজ তৈরি করলেন প্রধানমন্ত্রীর ভাস্কর্য

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

কাঠ খোদাই করে সবুজ তৈরি করলেন প্রধানমন্ত্রীর ভাস্কর্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিনমজুর সবুজ তজু প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দে আত্মহারা। এ আনন্দে কৃতজ্ঞতাবোধে প্রধানমন্ত্রীকে উপহার দিতে কাঠ খোদাই করে তৈরি করেছেন তাঁরই (প্রধানমন্ত্রী) ভাস্কর্য।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানের দিনমজুর সবুজ তজুর অভাবের সংসার। বাগানে মাটির দেয়ালের নড়বড়ে এক ঘরে কোনো রকমে বাস তাঁর। শ্রীমঙ্গল উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন তাঁকে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেন। এ ঘর পেয়ে সবুজের পরিবারে যেন আনন্দের সীমা নেই। তাই কৃতজ্ঞতাবোধ থেকেই সবুজ প্রধানমন্ত্রীকে একটি ভাস্কর্য উপহার দেওয়ার চিন্তা করেন। বিষয়টি নিয়ে তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে উৎসাহ দেন এবং প্রধানমন্ত্রীর একটি ছবিও উপহার দেন। সবুজ এই ছবি দেখেই প্রধানমন্ত্রীর ভাস্কর্য তৈরি করেন।

সবুজ বলেন, ‘প্রায় দেড় মাস সময় নিয়ে একটি গাছ খোদাই করে ৪৩ ইঞ্চি লম্বা প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল একটি নিখুঁত ভাস্কর্য তৈরি করেছি। এখন ইচ্ছা এটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া।’

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘আমাদের নির্ভরতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে তৃণমূল পর্যন্ত মানুষ ভালোবাসে; এই ভাস্কর্যটি তারই একটি নিদর্শন।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ