বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশি অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়েল এটি। প্রথম পর্বের মতো এ পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এই সিনেমার জন্য ৯ মাস পরিশ্রম করে ‘সিক্স প্যাক’ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন শুভ। সিনেমার ট্রেলারে দেখা গেছে, দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! এডিসি নাবিদ চরিত্রে জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন আরিফিন শুভ।
প্রথম পর্বে রহস্য রেখে শেষ হয়েছিল, সেই রহস্যের সমাধানও দেখা যাবে এবার। কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিমের দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা ববি।
ব্ল্যাক ওয়ার মুক্তি পাচ্ছে সারা দেশের ৪৪টি সিনেমা হলে।