Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

নীলফামারী প্রতিনিধি

মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

এক দিনের ব্যবধানে নীলফামারীতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

গতকাল শুক্রবার সকালে জেলা শহরের কিচেন মার্কেট ঘুরে জানা গেছে, ১৮০ টাকা কেজি দরে দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার ওই মরিচ পাইকারি বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। এতে কেজিতে ৩০ টাকা বেশি লাভ করছেন খুচরা ব্যবসায়ীরা।

কিচেন মার্কেটের খুচরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে বৃষ্টির কারণে মরিচের গাছ মরে যাওয়ায় আমদানি কমেছে। ১৮০ টাকা কেজি বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো সদরের টুপামারী ইউনিয়নের শীতার পাঠ গ্রামের। সকালে গাছ থেকে ছিঁড়ে ১০টার মধ্যে বাজারে দিয়ে যায়। তাজা হিসেবে মানুষ কিনছেও প্রচুর। তাই দাম একটু বেশি। আর অন্য মরিচ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়।

কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ী শেখ কামাল আহমেদ জানান, প্রকার ভেদে বাজারে কাঁচা মরিচের দাম ওঠানামা করছে। আমদানি করা মরিচের পাইকারি প্রতি কেজি ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ওই মরিচেই খুচরা বাজারে আবার বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়। বাসি মরিচ কেজিতে ২৫০ গ্রাম কমে যায়। এ ছাড়া প্রচণ্ড গরমে বস্তায় পচে যায় মরিচ। তাই লোকসান ঠেকাতে বেশি দামে বিক্রি করতে হয়। আবার (স্থানীয়) দেশি মরিচ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কিচেন মার্কেটে মরিচ কিনতে আসা ভ্যানচালক মহির আলী বলেন, ‘সাত দিন আগে ৯০ টাকা কেজি দরে মরিচ কিনেছিলাম। সাত দিনের ব্যবধানে আজকে ১৮০ টাকা কেজি ধরে কিনতে হলো। ভ্যান চালিয়ে যে রোজগার হয় তা দিয়ে উচ্চমূল্যের বাজারে নাভিশ্বাস উঠে যাচ্ছে।’

জেলা শহরের নিউ বাবুপাড়ার কৃষি শ্রমিক মজিদুল ইসলাম বলেন, ‘এক দিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। এতে আমাদের মতো মানুষের বিপাকে পড়তে হচ্ছে।’

কিচেন মার্কেটের কাঁচামাল আরতদার আব্দুল হাকিম বলেন, ‘মোকামে আমদানি কম হওয়ায় মরিচ পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে তা বস্তায় গরমে পচে যাচ্ছে।’

জেলা হাট-বাজার তদারকি কর্মকর্তা এটি এম এরশাদ আলম খান বলেন, ‘বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে, এ জন্য আমরা নিয়মিত বাজার তদারকি করছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ