বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সমন্বয়ে বাণিজ্য সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বেনাপোল ও পেট্রাপোল বন্দর সীমান্ত পরিদর্শন করেন।
বেনাপোল বন্দরের পরিচালক মো. মনিরুজ্জামান এই বাণিজ্য সভায় সভাপতিত্বে করেন।