রংপুর বিভাগীয় লেখক পরিষদের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শাখার উৎসব ও সম্মাননা দেওয়া হয়েছে। পরিষদের উদ্যোগে গতকাল সোমবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সহসভাপতি অনুপম মনির সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি রংপুর পৌরসভার সাবেক মেয়র ও লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মোহাম্মদ জুননুন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কবি অধ্যাপক আতাউর রহমান, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও কবি মুহম্মদ জালাল উদ দীন, কবি ও সংগঠক আশরাফ উল আলম, বিভাগীয় লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ প্রমুখ।