বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাঁচটি ভিন্ন গল্প নিয়ে ‘প্রচলিত’ নামের নতুন ভৌতিক সিরিজ নিয়ে এসেছে চরকি। প্রতি সপ্তাহে প্রচার হচ্ছে একটি করে গল্প। এর আগের তিন সপ্তাহে দেখা গেছে ‘রিংটোন’, ‘বিলাই’ ও ‘বেওয়ারিশ’ শিরোনামের তিনটি গল্প। এবার আসছে ‘কলিংবেল’। রহস্য-রোমাঞ্চে ভরা প্রচলিতর চতুর্থ গল্প কলিংবেল মুক্তি পাবে আজ রাত ৮টায়। বানিয়েছেন আবিদ মল্লিক।
কলিংবেল গল্পে দেখা যাবে, সদ্যবিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। প্রতিদিন একই সময়ে বেজে ওঠে ফ্ল্যাটের কলিংবেল। কিন্তু দরজা খুলে কোনো দিন কাউকে দেখতে পায় না অ্যানা ও রিচার্ড। আতঙ্কিত হয়ে পড়ে তারা। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় কিছু অপ্রত্যাশিত সত্য। কলিংবেল গল্পে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার ও শাহানা রহমান সুমি।
সাদিয়া আয়মান বলেন, ‘গল্পটা বেশ ভিন্ন। শুরুতে রোমান্টিক কিছু মোমেন্টস ছিল, আবার ভয়ের দৃশ্যও ছিল। এতে আমার চরিত্রের মধ্যে কিছুটা গোয়েন্দার ছাপ পাওয়া যাবে। সেটার জন্য শার্লক হোমসসহ কিছু গোয়েন্দা সিরিজ দেখেছি। আমার লুকটাও ভিন্ন ছিল। কাজটা করে ভালো লেগেছে। আমি চাই গল্পটা সবাই দেখুক।’
এ বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। সংগীতায়োজন করেছেন খৈয়াম সানু সন্ধি। সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। এভাবেই হাঁটতে-চলতে, কখনো মানুষের মুখে শুনে প্রচলিতর গল্পগুলো তৈরি হয়েছে। চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’