বিনোদন প্রতিবেদক, ঢাকা
আগামী ৩ নভেম্বর প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন। এবারের জন্মদিনটি বলা যায় তাঁর কাছে একটু অন্য রকমই। কারণ এবারের জন্মদিনের পরের দিনই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘ভাঙন’।
সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য পরিচালকের নিজের। ‘ভাঙন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁকে দেখা যাবে রেলস্টেশনের এক চুড়ি বিক্রেতার চরিত্রে। এতে তাঁর সহশিল্পী ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরীসহ আরও অনেকে। গত বছর মৌসুমী তিনটি সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাগুলো হচ্ছে আশুতোষ সুজনের ‘দেশান্তর’, জাহিদ হোসেনের ‘সোনার চর’ ও ‘ভাঙন’। মৌসুমী বলেন, ‘ভাঙন সিনেমার গল্প বাস্তবধর্মী। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। মনে হয়েছিল অভিনয় করার জায়গা আছে। কয়েকজন ভালো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে।’