বিনোদন ডেস্ক
মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারে ১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে চলছে তাঁর ইরাস ট্যুর। এই ট্যুরের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে একের পর এক কনসার্ট করছেন সুইফট। এই ট্যুরের কল্যাণেই চলতি বছরের শুরুতে সুইফট জায়গা করে নিয়েছেন বিলিয়নিয়ার ক্লাবে। এবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে নতুন রেকর্ড গড়লেন তিনি। সর্বোচ্চ ৭টি পুরস্কার জয়ের মধ্য দিয়ে ৩০টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড পেলেন সুইফট। এর আগে সর্বোচ্চ ২৬টি পুরস্কার ছিল বিয়ন্সের।
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস এরিনায় বসেছিল এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। ‘ফোর্টনাইট’ গানের জন্য এবার ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টেলর। ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য সামার, আর্টিস্ট অব দ্য ইয়ার, বেস্ট কোলাবরেশন, বেস্ট পপ, বেস্ট এডিটিং, বেস্ট ডিরেকশন—এই সাত বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন মার্কিন এই পপ তারকা। গত বছর ৯ বিভাগে পুরস্কার জিতেছিলেন তিনি। সব মিলিয়ে ৩০টি পুরস্কার ঘরে তুলেছেন টেলর। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সুইফটের চেয়ে বেশি পুরস্কার আর কেউ জেতেননি।
এবার সং অব দ্য ইয়ার পেয়েছেন সাবরিনা কার্পেন্টার। ‘মুন পার্সন’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ বছরের সেরা নতুন শিল্পীর পুরস্কার উঠেছে চ্যাপেল রোয়ানের হাতে।
মেগান ধি স্ট্যালিয়নের সঞ্চালনায় পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে ছিল শিল্পীদের নজরকাড়া পারফরম্যান্স। এসব পারফরম্যান্সে অংশ নিয়েছেন আনিতা, এমিনেম, এল এল কুল জে, বেনসন বুন, কামিলা কাবেলো, চাপেল রোয়ান, গ্লোরিল্লা, হালসে, লেনি ক্রাভিটজ, ক্যারল জি, ব্ল্যাকপিঙ্কের লিসা, শন মেন্ডেস ও সাবরিনা কার্পেন্টার।