সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষা হয়েছে। মধ্যনগর বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন কেন্দ্রে এ পরীক্ষা হয়। গতকাল রোববার সকাল ১০ থেকে মানবিক শাখার যুক্তিবিদ্যা পরীক্ষা দিয়ে এ নতুন পরীক্ষা কেন্দ্রের যাত্রা শুরু হয়। এদিকে নতুন কেন্দ্রে পরীক্ষা হওয়ায় শিক্ষক ও পরীক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসিত।
উপজেলার তিন কলেজের পরীক্ষার্থীরা অংশ নিবে এই নতুন কেন্দ্রে। কলেজগুলো হল মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ, বংশীকুণ্ডা কলেজ, লায়েছ ভূঁইয়া স্কুল ও কলেজ। এ বছর মানবিক ও ব্যবসা শাখায় মোট ২৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিবে বলে জানা যায়।
চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের ৩০তম পরীক্ষা কমিটির সভায় গত সেপ্টেম্বরের ৩০ তারিখ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজকে নতুন এইচএসসি পরীক্ষা কেন্দ্র ঘোষণা করা হয়।
মানবিক শাখার পরীক্ষার্থী আবুল কালাম বলে, ‘নতুন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানে কেন্দ্র হওয়ায় আমরা নিজ বাড়ি থেকে পরীক্ষা দিতে পারছি।’
পরীক্ষার্থী মিনারায় বলে, ‘নতুন কেন্দ্র পেয়ে আমরা খুশি। আমাদের সময় ও অর্থ দুটোই বেঁচে যাচ্ছে।’
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নতুন কেন্দ্র হওয়ায় শিক্ষকসহ অভিভাবক ও পরীক্ষার্থীরা অনেক খুশি। এখন তাদের দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে না।’
সিলেট শিক্ষা বোর্ডের কেন্দ্র পরিদর্শক মাহমুদ সুলতান বলেন, ‘নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে এটি খুব সুন্দর পরিবেশ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’