চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে এস এম শাহেদুল ইসলাম নামে এক সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ উঠেছে। পৈতৃক সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তার চেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কুরমনি গ্রামের লিটন বড়াল।
সংবাদ সম্মেলনে লিটন বড়াল বলেন, ২০১৯ সালে উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম শাহেদুল ইসলাম দুটি দলিলে তাঁর তফসিলি জমি পাওয়ার (আমমোক্তারনামা) দলিল করে দেন। দলিল দুটিতে ভুয়া ওয়ারিশ কায়েম সদনপত্র দেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রারের করা ওই তঞ্জকিয় ওই দলিল নেওয়ার পর গ্রহীতা নাসিমা বেগম ও আব্দুল লতিফ খান ওই জমিতে গত ১৫ জানুয়ারি রাতে ঘর তুলে দখলে নিয়েছে।
সাব-রেজিস্ট্রার এস এম শাদেল ইসলামের শাস্তি ও ওই দলিল দুটি বাতিলের দাবি জানান তিনি।
অভিযুক্ত সাব-রেজিস্ট্রার এস এম শাহেদুল ইসলাম বলেন, কোনো দলিল করার সময় দাতা ও গ্রহীতা উভয় পক্ষই উপস্থিত থাকেন। দাতার হলফনামা ও দলিল লেখকদের তথ্যের ভিত্তিতে দলিল করা হয়। সেখানে কোনো পক্ষ ভুল তথ্য দিয়ে দলিল করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।