নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে দেখতে গতকাল রোববার প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এরশাদপুত্র শাহতা জারাব এরিক এরশাদ।
সেখানে উপস্থিত জাতীয় পার্টির এক নেতা বলেন, এ সময় রওশন ও বিদিশা দুজন আবেগাপ্লুত হয়ে পড়েন। কথা বলতে না পারলেও বিদিশা ও এরিককে দেখে অশ্রুসিক্ত চোখে তাকান রওশন। এ সময় বিদিশাও ভুল-ত্রুটির জন্য তাঁর কাছে ক্ষমা চান।
গত ১৪ আগস্ট থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ বছর বয়সী রওশন এরশাদ।
গতকাল দুপুরে রওশনকে দেখে আসার পরে আজকের পত্রিকাকে বিদিশা বলেন, ‘যখন এরিক কথা বলল, তখন তিনি শুনেছেন। তিনি আমার দিকে চোখ বড় বড় করে তাকান। চোখভরা জলে তিনি তাকিয়েছিলেন, দেখছিলেন।’