আগৈলঝাড়ায় আবহাওয়া পরিবর্তন, জ্বর ও ঠান্ডার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দশ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের বেশির ভাগের বয়স ২ বছরের কম। গত দুদিনে এই শিশুরা এখানে ভর্তি হয়।
জানা গেছে, গত শুক্রবার ও গতকাল শনিবার উপজেলার ইমরান সরদারের দুই মাসের মেয়ে লামিয়া আক্তার, রনি সেরনিয়াবাতের দশ মাসের মেয়ে আনিশা, সোহাগ হাওলাদারের চার বছরের ছেলে আলসানি, যতিনময় দাসের দুই মাসের মেয়ে শ্রেয়ান দাস, সুধাংশু হালদারের দুই বছরের ছেলে শৈশব হালদার, আলহাজ সরদারের দুই বছরের মেয়ে তানজিলা, নাছির মোল্লার দুই বছরের ছেলে নাইম মোল্লা, শফিউল ইসলামের এক বছরের মেয়ে ফাতেমা, অমিত হালদারের দশ মাসের ছেলে রুদ্র হালদার ও মেহেদী হাসানের চার মাসের ছেলে আব্দুল্লাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন মোল্লা জানান, আবহাওয়া পরিবর্তন, জ্বর ও কাশির কারণে এখন প্রায় শিশুই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হচ্ছে।