ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগর ভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মেয়র। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এই কার্যক্রমের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, চার দিনব্যাপী এই কার্যক্রমে সিটি করপোরেশনের ৬০২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৩০১টি বুথে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ইতিপূর্বে পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সিটি করপোরেশন প্রায় শতভাগ লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। সবার সহযোগিতায় এই ক্যাম্পেইন সফল হবে।
অনুষ্ঠানে মেডিকেল কর্মকর্তা ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।