নওগাঁর পোরশায় দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে উপজেলার মশিদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভবানীপুর গ্রামের বাসিন্দা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পোরশায় উপজেলা সভাপতি সুদেব চন্দ্র সাহা বলেন, সোমবার গভীর রাতে স্থানীয় বাসিন্দাদের অগোচরে দুর্বৃত্তরা ভবানীপুর গ্রামের বুড়ি কালীমন্দির ও শরিয়ালা গ্রামের লক্ষ্মী, পদ্মসহ ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে। গতকাল মঙ্গলবার সকালে দেখতে পেয়ে তাঁরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, গ্রাম দুটিতে পুলিশি নজরদারি বাড়ানোসহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।