প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল সোমবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সভাপতি মো. নূরে আলম খোকনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়। পরে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আওয়ামী লীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মামুন, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর শুকুর, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মোরশেদ আলম সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, আলাল যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর। দেশের প্রচলিত আইনে মোয়াজ্জেম হোসেন আলালের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।