হোম > ছাপা সংস্করণ

আজ মুক্তি পাচ্ছে হলিউডের তিন সিনেমা

আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে হলিউডের তিনটি সিনেমা। স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে একযোগে মুক্তি পাবে সিনেমা তিনটি। সিনেমাগুলো হলো গোয়েন্দা কাহিনিনির্ভর ‘আরগিল’, সুপারহিরো সিনেমা ‘ম্যাডাম ওয়েব’ ও সংগীতশিল্পী বব মার্লের বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’। তিন ঘরানার এই তিনটি সিনেমাই সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে।

আরগিল
একসঙ্গে পর্দায় আসছেন সুপারম্যানখ্যাত অভিনেতা হেনরি ক্যাভিল, রেসলিং তারকা জন সিনা ও সংগীতশিল্পী ডুয়া লিপা। তিন অঙ্গনের খ্যাতিমান এই তিন তারকাকে এক করেছেন নির্মাতা ম্যাথিউ ভন। অ্যাপেল স্টুডিওস ও মার্ভ স্টুডিওজের যৌথ প্রযোজনায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির পরিবেশক ইউনিভার্সেল পিকচার্স। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল, ব্রেসি ডালাস হাওয়ার্ড, স্যাম রকওয়েল, ব্রায়ান ক্রানস্টন, ডুয়া লিপা, স্যামুয়েল এল জ্যাকসন, জন সিনা, ক্যাথরিন ও হারা, সোফিয়া বওতেলা, রিচার্ড ই গ্রান্ট প্রমুখ।

অভিনয়ের পাশাপাশি সিনেমার টাইটেল ট্র্যাক ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ডুয়া লিপা। এই সিনেমার মাধ্যমে গোয়েন্দা চরিত্রে পর্দায় আসছেন সুপারম্যানখ্যাত হলিউড তারকা হেনরি ক্যাভিল। কেন্দ্রীয় চরিত্র আরগিলের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

গল্পে দেখা যায়, লেখিকা এলি কনওয়ের লেখা গল্প ও চরিত্রগুলো সবই পুরোপুরি বাস্তব। ফলে গোয়েন্দা সংস্থা আটক করে তাঁকে। এলিকে রক্ষার পাশাপাশি একটি গোপন মিশন শুরু করে তারা।

ম্যাডাম ওয়েব
‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত হলিউড তারকা ডাকোটা জনসন অভিনীত নতুন সিনেমা ‘ম্যাডাম ওয়েব’। এ সিনেমা দিয়েই মার্ভেলের দুনিয়ায় প্রবেশ করছেন আলোচিত এ অভিনেত্রী। সুপারহিরো এ সিনেমায় ডাকোটাকে দেখা যাবে ম্যাডাম ওয়েব চরিত্রে। সিনেমার পরিচালক এস জে ক্লার্কসন। অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। অন্যান্য চরিত্রে থাকছেন সিডনি সুইনি, এমা রবার্টস, ইসাবেলা মেকরেড, জিল হেন্সি, জসিয়া ম্যামেট, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান, মিশেল ম্যালভেস্তি প্রমুখ।

ম্যাডাম ওয়েব মূলত স্পাইডারম্যানের স্পিনঅফ সিরিজ। তারকানির্ভর এ সিনেমায় দেখানো হবে স্পাইডারম্যান ও ভেনমের মধ্যকার লড়াই। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডাকোটা বলেন, ‘প্রথমবারের মতো সুপারহিরো গল্পে অভিনয় করলাম। মার্ভেলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই সিনেমার শুটিং করতে গিয়ে আমরা অনেকেই আহত হয়েছি, তবে শেষ পর্যন্ত কাজটি করে ভীষণ আনন্দিত।’বব মার্লে: ওয়ান লাভ
১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি জ্যামাইকার নাইন মাইলের একটি বস্তিতে জন্ম নেওয়া বব মার্লে ছিলেন একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক ও প্রযোজক।

‘বাফেলো সোলজার’, ‘নো ওম্যান, নো ক্রাই’, ‘গেটআপ স্ট্যান্ডআপ’সহ অসংখ্য কালজয়ী গান দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। বব মার্লে জীবনভর মানবতার পক্ষে গান গেয়েছেন। তাঁর গানের মূল উপজীব্যই প্রতিবাদ আর ভালোবাসার জয়গান। জ্যামাইকান এই রেগে স্টারকে সর্বকালের সেরা শিল্পীদের একজন বিবেচনা করা হয়।

ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৮১ সালে মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হন এই সংগীতশিল্পী। শিল্পীর জন্মমাসেই মুক্তি পাচ্ছে তাঁর বায়োপিক ‘বব মার্লে: ওয়ান লাভ’।

রেইনাল্ডো মার্কস গ্রিন পরিচালিত ‘বব মার্লে: ওয়ান লাভ’ সিনেমাটি প্রযোজনা করেছেন বব মার্লের স্ত্রী রিটা মার্লে, সন্তান জিগি ও সেডেলা মার্লে। নির্বাহী প্রযোজক ব্র্যাড পিট। ববের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা কিংসলে বেন-আদির।

এ বিষয়ে জিগি মার্লে বলেন, ‘সিনেমাটির মূল উদ্দেশ্যই হলো বাবার চিন্তাধারা ও বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। বাবার গল্পটা সবার সামনে তুলে ধরার এখনই সময়। আপনারা তাঁর গান শুনেছেন এবং ভাবছেন তাঁকে জানেন; কিন্তু আসলেই কি জানেন, তিনি কিসের মধ্য দিয়ে গিয়েছিলেন? কীসব মুহূর্ত তাঁকে বিখ্যাত বানিয়েছে? এই প্রথম কোনো সিনেমায় উঠে আসবে সেসব; তাঁর দুঃখ, বেদনা, আনন্দ আর মুক্তির উচ্ছ্বাস দেখতে পাবেন এ সিনেমায়।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন