Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

জনজীবন বিপর্যস্ত ফসলের ক্ষতি

বরিশাল ও আগৈলঝাড়া প্রতিনিধি

জনজীবন বিপর্যস্ত ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবশ্য গতকাল নগরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমতে থাকে। তবে গত রোববার রাতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃষ্টির কারণে বরিশালে ডালজাতীয় শস্য, সবজি, আলু, গম, পাকা আমন ধানের গড়ে ৩০ ভাগ ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, রোববার সকাল ছয়টা থেকে সোমবার বেলা বারোটা পর্যন্ত ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত পরিবর্তন না হলে ছোট ছোট সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে অসময়ের বৃষ্টিতে বরিশাল সদর উপজেলার করাপুর, সায়েস্তাবাদ, তালতলী, টুঙ্গিবাড়িয়া এলাকায় কৃষকের পাকা আমন ধান নুয়ে পড়েছে। লালশাক, পালন শাক, ফুলকপি, বাঁধাকপি খেতে পানি জমেছে বলে জানান ওই সব এলাকার চাষিরা। সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মেজবাউদ্দীন জানিয়েছেন, বৃষ্টিতে খেসারি ৮০ ভাগ, মসুর, সরিষা ২০-৩০ ভাগ, গম, আলু ২০-২৫ ভাগ, সবজি ৩০ ভাগ, স্থানীয় আমন ধান ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বৃষ্টিতে গড়ে ৩০ ভাগ ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় খেটে খাওয়া মানুষজন পড়েছেন বিপাকে। উপজেলার ৫টি ইউনিয়নের বেশির ভাগ সবজি খেত বৃষ্টির কারণে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টির কারণে অনেক পান বরজেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

নিম্ন আয়ের মানুষ বেশি বিপাকে পড়েছেন কারণ তাঁরা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি। উপজেলার প্রধান প্রধান সড়কে বৃষ্টির কারণে যাত্রী কম থাকায় বাস, ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেল কম দেখা গেছে। ফলে সড়কে যাতায়াতকারী লোকজন পড়েছেন বিপাকে।

দুই দিনের টানা বর্ষণে পানি জমেছে মুলাদীর সোনামদ্দিন বন্দরে। এতে কাঁচা বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা দুর্ভোগে পড়েছেন। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ